ক. যশোর রেলওয়ে স্টেশন থেকে রিকসা, ইজিবাইক, জীপ গাড়ী অথবা অন্য যে কোন বাহনে ৪ খাম্বা মোড়। সেখান থেকে ডান দিকে রাস্তা বরাবর পিয়ারী মোহন রোডে ০৯৮৬-১৪, জেলা পরিবার পরিকল্পনা অফিস যশোর-এ আসা যায়। দূরত্ব প্রায় ১ কিলোমিটার।
খ. যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রিকসা, ইজিবাইক, জীপ গাড়ী অথবা অন্য যে কোন বাহনে নাজির শংকরপুর রোড হয়ে ০৯৮৬-১৪, পিয়ারী মোহন রোডে জেলা পরিবার পরিকল্পনা অফিসে আসা যায়। দুরত্ব প্রায়৩ কিলোমিটার।
গ. যশোর পূরতান খুলনা বাস স্টান্ড (মানিহার্সংলগ্ন) থেকে রিকসা, ইজিবাইক, জীপ গাড়ী অথবা অন্য যে কোন বাহনে পাওযার হাউজ রোড ধরে বেজপাড়া তালতলা হয়ে ০৯৮৬-১৪, পিয়ারী মোহন রোডে জেলা পরিবার পরিকল্পনা অফিস যশোর-এ আসা যায। দূরত্ব প্রায়১ কিলোমিটার।
ঘ. পত্র, টেলিফোন ও ই-মেইল এ যোগাযোগ:
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ০৯৮৬-১৪, পিয়ারী মোহন রোর্ড, বেজপাড়া, যশোর।
টেলিফোন/ফ্যাক্স নং-০২৪৭৭৭৬১২০৪
মোবাইল ফোন (উপ-পরিচালক): 01958-145056
E-Mail: ddfpjsr@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস